জুলাই বিপ্লবের ঘোষণাপত্র / এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে: প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় এই সংলাপ শুরু হয়। সেখানে যোগ দিয়েছেন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের শক্তির নেতারা।

সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে। যখন নিজেরা কাজ করি, দেখি একা হয়ে গেছি; তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই (রাজনৈতিক দল) একসঙ্গে হন মনের মধ্যে সাহস পাই, মনে হয় একাতাবদ্ধ রয়েছি। কারণ একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদরে শক্তি।’

যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবাইকে দেখলে প্রাণ সঞ্চার হয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘ছাত্ররা ঘোষণা দিল প্রক্লেমেশন করবে। আমাকেও সঙ্গে থাকতে হবে। বুঝতে চাইলাম কী প্রক্লেমেশন দিচ্ছে। বোঝার পরে বললাম, আমার যাওয়াটা হবে না, সেইসঙ্গে তোমাদেরও ঘোষণা দেয়া হবে না। তোমরা ৫ আগস্টে ফিরে যেতে চাইলে, সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে।’

৫ আগস্টের অনুভূতি একতার ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘তোমরা (শিক্ষার্থীরা) যদি প্রক্লেমেশন করতে চাও, তাহলে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার। না হলে যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে। তারা খুশি না হলেও ক্রমান্বয়ে বুঝতে পেরেছে এক হওয়ার বিষয়টি।’

তিনি আরও বলেন, ‘যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারব না, সেক্ষেত্রে উদ্দেশ্য ব্যাহত হলেও এর দরকার নেই। সবাই এক হলে সবার মনে সাহস আসবে। সারা দেশ চমকে উঠবে। হ্যাঁ, আমরা জেগে রয়েছি, এখনও ভোঁতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি এখনও চাঙা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ।’

যতদিন এই সরকার থাকবে ততদিন একতা নিয়েই থাকার অঙ্গীকার করে ড. ইউনূস বলেন, ‘আপনারাই আমাদের সেই সাহসটা দেন। ৫ আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ রয়েছি। কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করবো এবং ৫ আগস্ট রিক্রিয়েট করবো সেটিই আলাপের বিষয়বস্তু হবে।’

‘আমরা যদি দেশের জন্য কাজে আসতে পারি তাহলে দেশের জন্য যেমন ভালো আবার আন্তর্জাতিকভাবেও অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরাঠুকরি করলেও নড়ে না। স্থীর এবং শক্ত হয়ে থাকে। এটি হলো আসল কথা। দেশের পাশাপাশি সারা দুনিয়াকেও বিষয়টি জানাতে চাই,’ যোগ করেন প্রধান উপদেষ্টা।

সংলাপে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব আখতার হোসেন অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরিফ সোহেল ও প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদুল ইসলাম খান, খেলাফত মজলিশের সেক্রেটারি জেনারেল আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ