তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্প্যাম কলের ঝামেলায় কমবেশি সবাই পড়েছেন। দেখা যায় জরুরি কাজের সময়ই বেশি স্প্যাম কলগুলো আসে। সেই সঙ্গে স্প্যাম কলে প্রতারণার ঘটনাও সবচেয়ে বেশি। এজন্য আইফোনে যুক্ত করেছে নতুন ফিচার। যার মাধ্যমে স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
আইফোনের জন্য বিশেষ ফিচার আনছে ট্রুকলার। এতদিন আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা পেতেন বেশি। এবার আইফোন ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার আনছে ট্রুকলার। আসছে, ‘অটো ব্লক স্প্যাম’ অপশন।
নতুন এই ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয়, ব্লক করে দেবে অপরিচিত স্প্যাম নম্বরগুলোকে। ফলে দিনভর ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না আইফোন ব্যবহারকারীদের।
প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে অ্যাপ? কল লগে মিসড কল হিসেবে দেখাবে এই স্প্যাম ফোনগুলোকে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।
ব্যবহারকারীরা এখন আইফোন অ্যাপের মধ্যে সাম্প্রতিক তালিকায় থাকা ২ হাজার নম্বরের রেকর্ডের অ্যাক্সেস সহ পূর্বে চিহ্নিত কলগুলো অনুসন্ধান করতে পারে। অ্যাপ আপডেটটি ট্রুকলারের নতুন এআই ফিচার এবং গ্লোবাল ডাটাবেসও প্রবর্তন করে, যাতে এটি যতটা সম্ভব কল শনাক্ত করে। যতক্ষণ পর্যন্ত ট্রুকলারে একটি কল সম্পর্কে তথ্য থাকবে, আইওএস-এ কোনো কল অপরিচিত থাকবে না।