ছাত্রদের নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না অন্তর্বর্তী সরকার। এমন তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তবর্তী সরকার। নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ড. মুহাম্মদ ইউনূসের সরকার।
এ ছাড়া কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে, তারা সরকারে থাকবে না বলেও জানান তিনি।