নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর একটি মাইক্রোবাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সানজিদ জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় আকবর আলীর ছেলে ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জব্বার তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। দাবি না মানায় শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার ওপর হামলা চালানো হয়।
সানজিদের অভিযোগ, মারধরের পরপরই জব্বার ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে সানজিদের একটি এক্স-নোহা মাইক্রোবাস (মূল্য আনুমানিক ৪২ লাখ টাকা) পুড়ে যায়।
স্থানীয়রা জানান, হামলার সময় সানজিদের চাচাতো ভাই ও এক ব্যবসায়িক সহযোগী এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় এবং তিনটি মোটরসাইকেল ভেঙে ফেলা হয়। আতঙ্কে সানজিদ ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।








