Search
Close this search box.

যতই আন্তর্জাতিক চাপ আসুক নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: কবির বিন আনোয়ার

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, যতই আন্তর্জাতিক চাপ আসুক না কেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌরসভা সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে সব নির্বাচনেই আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিল। কখনোই কোনো চাপের কাছে মাথা নত করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপ নয়, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার।

নির্বাচনকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই আন্তর্জাতিক চাপ আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইনভিত্তিক আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সব গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালি মোকাবিলা করা হবে। এছাড়া কোনো অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্রাবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সব নেতাকর্মীর নাম ডাটাবেজে থাকবে।

স্মার্ট কর্নার উদ্বোধনের পর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ