চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার গাজীর দীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ জুন) বিকেল পৌনে তিনটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
গ্রেফতাররা হলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মছড়ি থানার রান্যামা ছড়া গ্রামের সুশীল চাকমার ছেলে অভি চাকমা ওরফে বিজয় (১৯) ও একই থানার মেম্বার পাড়া গ্রামের সাধন রঞ্জন চাকমার ছেলে কৃতি বিকাশ চাকমা (২৪)। গ্রেফতাররের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার গাজীল দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়। তারা এসব অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা দিতে এসব অস্ত্র ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানায় র্যাব।