সোমবার থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। গত দুদিনের চেয়ে যাত্রীচাপ কম থাকলেও গতকালের মতো আজও বৃষ্টির কারণে স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তি তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হলেও আগের দিন ফিরতে শুরু করেছে মানুষ
বুধবার (২৮ জুন) সকাল থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। মাঝে কিছুক্ষণ বন্ধ থাকলেও ঘণ্টা ব্যবধানে আবার শুরু হয় ঝুম বৃষ্টি। বিকেল পর্যন্ত এভাবেই থেমে থেমে বৃষ্টি পড়ছে।
রাজধানীর সায়েদাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ী, ধোলাইপাড় এলাকা ঘুরে দেখা গেছে, আজ ঈদের আগের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। ঘরমুখো এসব মানুষ ভিড় করছেন বাস টার্মিনালগুলোতে। থেমে থেমে বৃষ্টির কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।
বৃষ্টির কারণে অনেকে বাস টার্মিনাল পর্যন্ত যেতেও পারছেন না। অনেকে আবার অনেক কষ্টে টার্মিনালে এসে ছাউনির নিচে অবস্থান নিচ্ছেন। তবে শেষ বিকেলের দিকে কমে গেছে বৃষ্টি। কিছু সময়ের জন্য বৃষ্টি কমাতেই বেড়েছে যাত্রীদের চাপ।
পরিবার নিয়ে ঈদ করতে বরিশাল যাবেন জলিল খাঁ। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি পেয়েছি। সকালে রওনা করতে চেয়েছিলাম। পরে দেখলাম অনেক বৃষ্টি। এখন বৃষ্টি নেই বলে এসেছি, কিন্তু গাড়ি তো পাচ্ছি না। ভেবেছিলাম পদ্মা সেতু দিয়ে বাসে নির্বিঘ্নে বাড়ি যাবো। কিন্তু তো সব ওলট-পালট করে দিচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে বাস টার্মিনালগুলোতেও কাদা-পানির জন্য মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। অনেকে সঙ্গে থাকা ব্যাগ যেন না ভেজে তা বিভিন্নভাবে ঢেকে নেওয়ার চেষ্টা করছেন। ক্ষণিক বৃষ্টিতে অনেকের সেই চেষ্টা বিফলেও যাচ্ছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮, ২৯ ও ৩০ জুন) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একদিন ছুটি বাড়িয়ে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি।তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।