ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শুক্রবার (২১ জুলাই) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওসমান ভূঁইয়া (৩৮), মো. ইয়ামিন মিয়া (১৮) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর (১৭)।
অভিযানে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মোহাম্মদ ফরিদ উদ্দিন।