Search
Close this search box.

মাইজভান্ডার দরবার থেকে ফেরার পথে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ২০

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ থেকে ভক্তদের নিয়ে একটি বাস ফেরার পথে কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২০ জন আহত হয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ আগস্ট) নেত্রকোণার রংছাতি ইউনিয়ন ও কলমাকান্দা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যান। আজ রোববার বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদ-সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটির ভেতরে চেক করেছে। কেউ আটকা নেই। বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি না পরীক্ষার জন্য ডুবরি দল অভিযান চালাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ