Search
Close this search box.

নওগাঁয় পুলিশ স্কটে চলছে দূরপাল্লার বাস

সাহেব আলী,নওগাঁ: দেশব্যাপি চলছে বিএনপি-জামায়তসহ অন্যান্য দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল-অবরোধ। হরতাল-অবরোধের পরও নওগাঁ ও পার্শবর্তী বগুড়ার সান্তাহারে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে দিনের বেলা তেমন চলে নাই দূরপাল্লার কোনো বাস। আন্তজেলা বাস চলাচল অনেক কমে গেছে। এ অবস্থায় কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ স্কট দিয়ে দূর-পাল্লার গাড়ি নিয়ে যাচ্ছে।
সরেজমিনে রবিবার রাতে দেখা যায় নওগাঁ-ঢাকা বাস, নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড নামক এলাকা থেকে ছেড়ে আসা বাসগুলো নওগাঁ জেলা পুলিশ স্কট দিয়ে পাশর্^বর্তী বগুড়ার সান্তাহার পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এরপর সান্তাহার সীমানা থেকে চার-পাঁচটি বাস একসঙ্গে পুলিশের পাহারায় পৌঁছে দেওয়া হচ্ছে পরর্বতী থানা পর্যন্ত। এভাবে পুলিশ স্কট দিয়ে নওগাঁ থেকে সান্তাহার, সান্তাহার থেকে আদমদীঘি, আদমদীঘি থেকে দুপচাঁচিয়া। এভাবে বগুড়া জেলা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে চলাচলরত দূরপাল্লার বাস। এদিকে দূরপাল্লার বাস ও আন্ত জেলা যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্নে রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও পুলিশ শহরের বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন। গাড়ি চলাচলের বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন তারা।

জানতে চাইলে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা নওগাঁ থেকে ঢাকাগামী বাস নিয়মিত চালাচ্ছি। এক্ষেত্রে পুলিশ সহযোগীতা করছেন। তারা রাতের বেলায় স্কট দিয়ে সীমানা পার করে দিচ্ছেন।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান বলেন, হরতাল-অবরোধের শুরুর দিকে ভয়ে আন্তজেলা গাড়ি কিছুটা কম চালাচ্ছেন মালিক-চালকরা। তাই তাদের এবং যাত্রী সাধারণের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সেই জন্য নওগাঁ থেকে ঢাকাতে গাড়ি চলাচল করছে। আমরা বলেছি শহর থেকে একসঙ্গে আন্ত জেলার কয়েকটি গাড়ি ছেড়ে যাওয়ার জন্য। পুলিশের নিরাপত্তায় শহর এলাকা পার করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সেই অবরোধের শুরু থেকে পুলিশ স্কটে গাড়ি সীমানা পার করে দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ