কুমিল্লা প্রতিনিধি: আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত, বিপদগ্রস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান বলেন, `আমাদের বড় দায়িত্ব হচ্ছে সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র-জনতা, শ্রমিক, রাজনৈতিক দল আমরা যারা একসঙ্গে ছিলাম তাদের কার কী অবদান তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন- এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিক প্রমুখ।