বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিভিন্ন ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এবং “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম আজম কুড়িগ্রাম জেলা পরিদর্শনে আসছেন।

কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আবুল হাসান প্রমূখ। দুপুরে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে মহিলা সাহাবীদের জীবনী আলোচনা বিশ্ব নবীর প্রিয় কন্যা হযরত ফাতেমা (রা.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রফেসর কাজী শফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আবুল হাসান প্রমূখ।


কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় শিশুর প্রতিসহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। একই হলরুমে দুপুরে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


১৩ ডিসেম্বর’২০২৪ইং শুক্রবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোহাম্মদ গোলাম আজম কুড়িগ্রাম জেলা তথ্য অফিসে উপস্থিত হয়ে আলোচ্য প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের মাধ্যমে পরিচালিত কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ে পরিচালিত কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করবেন। আগামী ১৪ ডিসেম্বর দুপুর আড়াই টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম আজম চিলমারী উপজেলায় উপস্থিত হয়ে আলোচ্য প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে কমিউনিটি রেডিও “রেডিও চিলমারী” এর মাধ্যমে পরিচালিত কাজ সরেজমিনে পরিদর্শন এবং উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ