মোঃ ফজলুল হক, পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা ৫ আসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৭ ডিসেম্বর তিন টায় পাবনার জালালপুর ম্যাক্সস স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ জামায়েত ইসলামী গয়েশপুর ইউনিয়ন শাখার আয়োজনে গয়েশপুর ইউনিয়নে মোট ৯ টি ওয়ার্ডের পাঁচ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন নায়েবে আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাবনা জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রব, আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা, মোঃ ইব্রাহীম খলিল আইনুল, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা, হাফেজ মাওলানা ময়েজ উদ্দিন (সাবেক নায়েবে আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,পাবনা সদর উপজেলা ও তদারককারী গয়েশপুর ইউনিয়ন শাখা।মোঃ সোলায়মান ফরাজি (আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী গয়েশপুর ইউনিয়ন শাখা, মোঃসাব্বির হোসাইন(সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গয়েশপুর ইউনিয়ন শাখা। মোঃআমিনুর রহমান (সভাপতি,সমাজ কল্যাল বিভাগ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,গয়েশপুর ইউনিয়ন শাখা ও ইউপি সদস্য, গয়েশপুর ইউনিয়ন পরিষদ।)
এছাড়া উপস্থিত ছিলেন সকল ওয়ার্ড এবং ইউনিয়নের দায়িত্বশীলগন।