জেলা প্রতিনিধি,চাঁদপুর: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে চাঁদপুরের সবচেয়ে বড় কোরবানি পশুর হাট বাগাদিতে গরু-ছাগল বেচাকানায় জমে উঠেছে। রোববার ১৬ জুন সকাল থেকেই কোরবানির গরু ছাগল কেনার জন্য হাজারও ক্রেতাদের উপস্থিতি দেখা গেছে হাটে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন নদী বেষ্টিত চাঁদপুরে। এক-এককজন ব্যবসায়ী ২০ থেকে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছেন। ঈদের দিন সকাল পর্যন্ত গরু বিক্রি হবে এ হাটে।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলার ৮ উপজেলার তিন হাজারের অধিক খামারি এ বছর কোরবানিতে বিক্রির জন্য ৮১ হাজার ৮৯০টি পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ছাগল রয়েছে ২৬ হাজার। উত্তরবঙ্গ থেকে অনেক ব্যাপারী জেলার হাটগুলোতে পশু নিয়ে এসেছেন। তাই জেলার চাহিদার তুলনায় পশুর ঘাটতি নেই।