২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিবির নাছির’

চট্টগ্রাম প্রতিনিধি: প্রায় ২৬ বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ ওরফে ‘শিবির নাছির’। রোববার (১১ আগস্ট) রাতে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি।

জানা যায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাছির। র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামে পরিচিত হয়ে ওঠেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নাছির উদ্দিন চৌধুরীর সর্বশেষ মামলায় জামিননামা আদালত থেকে আসার পর তা যাচাই-বাছাই করা হয়। পরে বন্দী নাছিরকে মুক্তি দেয়া হয়।

নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল হক আনসারী বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। অবশেষে ২৬ বছর পর রোববার নাছির কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, নাছির যখন গ্রেপ্তার হয়েছিলেন, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। দুইটি মামলায় তার কারাণ্ড হয়েছিল, সেটার সাজা শেষ হয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ৪ অক্টোবর নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয়। এতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল। এর আগে ২০০৮ সালে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয় তার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ