স্টাফ রিপোর্টার: রাজনৈতিক আয়োজন নিশ্চিত করাই অন্তর্বতী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। নির্বাচন আয়োজন করবে কমিশন। নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় নাগরিকদের সময় দিতে হয় না, তবে সংস্কারের কাজে সব নাগরিককে অংশ নিতে হয়।’
তিনি বলেন, ঐক্য এই সরকারের মূলশক্তি। গত পাঁচ মাসে ঐক্য আরও শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, এমন ঐক্যনীতি গড়ে তুলতে হবে যা সম্পদ ও সুযোগের বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।