সিরাজদিখানে বসেছে ভ্রাম্যমান হরেকরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের মেলা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান নিমটি মোড়ালি,হরেক রকমের কাঁচামাল, শীতে পোশাক ক্ষুদ্র ব্যবসায়ীদের বসেছে মেলা।উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন সিকদার মার্কেটের সামনে সরকারি পরিত্যক্ত জায়গায় এমনটাই দেখা গেছে।ভালো বেচা বিক্রি করে মুখে ফুটেছে হাসি। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবী স্থায়ীভাবে এখানে বেচা বিক্রি করতে পারলে জীবন-মান বদলে যেতো তাদের।
অল্প পুঁজির কারনে দোকানঘর ভাড়া নিয়ে তাদের ব্যবসা করা সম্ভব নয়।আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে ব্যবসা করতে হয় এমনটাই জানান তারা।

নিমটি মোড়ালি সহ হরেক রকমের মুখরোচক খাবারের দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী সন্তুোষপাড়া
গ্রামের আয়েতআলী মিয়ার ছেলে দোলন মিয়া (৩৫) জানান, আমরা বিভিন্ন মেলায় মেলায় বেচা-বিক্রি করি মেলার লোকজনকে অনেক টাকা দিতে হয় আমরা স্থায়ীভাবে ব্যবসা করতে পারিনা এখানে টাকা লাগেনা বেচা বিক্রি ভালো হয় তাই আমাকে যদি এখানে স্থায়ীভাবে ব্যবসা করতে সুযোগ দিতো তাহলে আমি উপকৃত হতাম।উঠে যেতে বললে চলে যাবো।

কাঁচামাল বিক্রয়তা দক্ষিণ তাজপুর গ্রামের হাসেম খন্দকারের জাহাঙ্গীর আলম (৪৬) জানান,টাকা অভাবে বাজারে দোকান নিতে পারিনা তাই এখানে আমি ১ বছর যাবত হরেক রকমের কাঁচামাল আমি আর আমার বাবা বেচা বিক্রি করে আসছি ভালো বেচা বিক্রি হয় তাই আমাকে দেখে অনেকেই এখানে বেচা বিক্রি করছে এখানে কোন টাকা লাগেনা।

ভ্যানগাড়ীতে শীতের পোশাক বিক্রয়তা উপজেলা মোড়ের বাসিন্দা লিটন (৪০) জানান, আমি প্রতিদিন আসি ভালো বেচা বিক্রি হয় দিনে আমার কাছ থেকে বাজার ইজারাদার ২০ টাকা নেয়।

উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাত সিকদার জানান,আমরা এখান দিয়ে প্রতিদিন চলাফেরা করি দেখি এই জায়গায় বাজারের ময়লা ফেলে রাখে তাতে দুর্গন্ধ ছড়ায় পথচারীদের চলাচল করতে সমস্যা হয় তাই আমি কিছু লোক দিয়ে এ জায়গাটা পরিস্কার করি।পরে দেখি অনেক ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্নরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে আসছে তাই দেখে আমার খুব ভালো লাগছে।

ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ীকরণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি জানান,এবিষয়ে আমি জানতাম না আপনার মাধ্যমে অবগত হলাম সরেজমিনে গিয়ে দেখে তাদের স্থায়ীকরণ করা যায় কিনা সে বিষয়ে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ