আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” -এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং মোবাইল ফোনের অপব্যবহার, চুরি, ছিনতাই, ডাকাতি,কিশোর গ্যাং রোধকল্পে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে থানা পুলিশের আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গনে অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এর সভাপতিত্বে
৮ নং রশুনিয়া বিট অফিসার এসআই পান্নু মিয়ার সঞ্চালনায় এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন,উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার সহ ইমাম, শিক্ষক, বিভিন্ন শ্রেণীপেশার লোক ও স্থানীয় নেতৃবৃন্দ।