সখীপুরে বন বিভাগের বিরুদ্ধে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহিদ হাসান,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উচ্ছেদের বিরুদ্ধে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে শেষ হয়। পরে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ প্রমুখ।

বক্তারা বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সখীপুর অঞ্চলের শতবছরের বসতবাড়ি উচ্ছেদ করতে আসলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আগামী শনিবার থেকে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে। বন বিভাগের লোকজন বসতবাড়ি উচ্ছেদ করতে আসলে তাদের প্রতিহত করা হবে বলেও ওই সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

এর আগে একই দিন বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য বৃহস্পতিবার ও শুক্রবার সখীপুরের হতেয়া রেঞ্জ,  সখীপুর ও মির্জাপুরের সীমান্তবর্তী বাঁশতৈল রেঞ্জ এলাকায় বন বিভাগ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ