৫০ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক পুলিশের হাতে আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রড সিমেন্ট ব্যবসায়ী রহমত উল্লাহ (৪৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান৷

এর আগে, রোববার গাজীপুরের পূবাইল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত রহমত উল্লাহ গত ৪ বছর ধরে নরসিংদীর শিবপুর এবং পার্শবর্তী এলাকায় তুলনামূলক কম দামে রড, সিমেন্ট এবং ইটা দেয়ার কথা বলে ৬০ থেকে ৭০ জনের কাছ থেকে টাকা নিতে থাকে। এসবের দাম বাড়লেও পরবর্তীতে বাড়তি টাকা নেয়া হবেনা আশ্বাস দিয়ে অন্তত ৫০ কোটি টাকা জমা করে ১ বছর আগে পালিয়ে যায়।

এরপর নরসিংদীর শিবপুরসহ জেলার বিভিন্ন থানায় গত ৩ বছরে ২ ডজনের বেশি মামলা হয় এবং অর্থ আত্মসাৎ সংক্রান্ত ২০টি মামলায় ওয়ারেন্ট বের হয় রহমত উল্লার বিরুদ্ধে৷

ওই মামলায় পুলিশ কাজ শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় রহমত উল্লাহকে।

গ্রেপ্তার রহমত উল্লাহ (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ