গাজীপুরের টঙ্গীতে তিস্তার গেট এলাকায় দুটি বাসা ও একটি জুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন এলাকায় রফিক মিয়া ও মো. আলালের বাড়িতে এবং মনুমিয়ার মালিকানাধীন একটি জুতার গোডাউনে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসলাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।