টাঙ্গাইলের সখীপুরে মরহুম আ: কদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটির সৌজন্যে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে উপজেলার কালিদাস বাজারে অত্র সোসাইটি অফিস প্রাঙ্গনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্তত ২ শতাধিক পরিবারের মাঝে ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর ও ১ কেজি দুধের প্যাকেট বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অত্র সোসাইটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খান মনিরুস সালেহীন(রোমন), জোয়াহের আলী মাতাব্বর, ইয়ারউদ্দিন পুলিশ, হুমায়ূন মেম্বার, অত্র সোসাইটির সাধারণ সম্পাদক জাকারিয়া সাদিক লাভলু প্রমুখ।
মরহুম আ: কদ্দুস মাস্টার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই জানান, মাহে রমজানে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের এসব স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।