জয়পুরহাটে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট আইনজীবী বারের প্রাঙ্গনে আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন জয়পুরহাট আইনজীবী সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিয়ে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এমন ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। আমরা হিন্দু ভাইদের আহবান করবো আপনারা ফ্যাসিস্টদের কোন কথায় কোন নৈরাজ্য বিশৃঙ্খলায় অংশ নিবেন না, আমরা এক হয়ে এদেশে বসবাস করতে চাই।

তারা বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবেন। মানববন্ধন থেকে বক্তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার ও দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন- জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক জেলা ও দায়রা পিপি অ্যাডভোকেট শাহানুর ইসলাম শাহীন, এপিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাবেক পিপি অ্যাডভোকেট হেনা কবির, অ্যাডভোকেট আ,ন,ম মাহফুজ আকতার এ্যালেন সহ সমিতির সিনিয়র আইনজীবীগন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ