আগে এতো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, পীরগাছা ও কাউনিয়া উপজেলার মানুষের ভাগ্য বদলে গেছে। বিগত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো এমন উন্নয়ন কেউ করতে পারেনি। শনিবার (৭ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা অনেক নেতাকর্মী আছেন নেত্রীর উন্নয়নগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরেন। তাহলে সবাই সচেতন হবে। আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমে যান। আমরা কি করেছি সেই উন্নয়নগুলো জানিয়ে দেন। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা পীরগাছা বাসী রংপুর-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দেব। এজন্য সবাইকে নির্বাচনী কাজ করার আহ্বান জানাচ্ছি।

পীরগাছা ও কাউনিয়াবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আপনারাই যথেষ্ট। পীরগাছার মানুষ পীরগাছার ভাগ্য পরিবর্তনে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ৯ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ