Search
Close this search box.

স্বর্ণের বার বাজারে আনলেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার এবং রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান তার নেয়া নতুন উদ্যোগের অংশ হিসেবে সুইজারল্যান্ডে তৈরি ২৪ ক্যারেট মিন্টেড স্বর্ণবার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশে এই প্রথম সর্বসাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে ১ গ্রামের স্বর্ণের বার বাজারে আনলেন দেশসেরা এই অলরাউন্ডার। অতি টেকসই এই স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৭৫ টাকা।

নিজের নতুন এই উদ্যোগের কথা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘আমাদের দেশে একসময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এই ব্যবস্থা করেছি।’

সাকিবের বাজারজাত করা স্বর্ণের বারগুলো ১ গ্রাম, ২.৫ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ৫ তোলা, ১ আউন্স ও ১০০ গ্রাম আকারে পাওয়া যাচ্ছে। বাজারজাতকারীদের আশা, এই পণ্যগুলো সাধারণ মানুষের জন্য স্বর্ণে বিনিয়োগ করা আরও সহজতর করবে।

ফ্যাশন হাউস কিইউরিয়াসের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে এই বার। আপাতত প্রতিষ্ঠানটির বনানী শাখায় পাওয়া যাবে এই বার। এরপর ধীরে ধীরে অন্যান্য শাখাতেও সেটি বিক্রির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয়া এই ২৪ ক্যারেটের স্বর্ণবার ৯৯ দশমিক ৯৯ শতাংশ বিশুদ্ধ যা সুইজারল্যান্ডে তৈরি করা হয়। ২৪-কে বারগুলো বিশ্বজুড়ে সুপরিচিত সঞ্চয়, বিনিয়োগ এবং লাভজনকপণ্য হিসেবে। এটি সবার কাছে গ্রহণযোগ্যও।

একইসঙ্গে উৎকৃষ্ট উপহার সামগ্রী হিসেবেও এটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ ছাড়া এই স্বর্ণবার সারা বিশ্বেই নগদে পরিশোধযোগ্য।

স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য উপাদানের বিভিন্ন ধরনের গহনা এই অঞ্চলের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। মূলত গহনার তাৎপর্য শুধু শরীরের সৌন্দর্যবর্ধন করাই নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় হচ্ছে বিপদের সময় স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য উপাদানের তৈরি গহনা নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে।

ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে নতুন এই পণ্যটি আনতে পেরে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস অত্যন্ত আনন্দিত। কারণ সাকিব আল হাসান নিজেই কোয়ালিটি বা মানদণ্ডের সমার্থক।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা কাউকে সোনার অলঙ্কার উপহার দিই, তখন সেই ব্যক্তি তা সবসময় তা পছন্দ করেন না বা সেই উপহার তার প্রয়োজন পূরণ করতে নাও পারে। ফলে শেষ পর্যন্ত তা অব্যবহৃত থেকে যায়। আর আমাদের এই সোনার বার মূলত সেই জায়গাতেই মানুষকে অনেকটাই স্বস্তি এনে দেবে। যে কেউ নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী নিজের অলঙ্কার তৈরি করে নিতে পারবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান বিশ্বে সবাই টেকসই ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ পদ্ধতি খুঁজছে। অন্যসব কিছুর তুলনায় স্বর্ণ হলো সঞ্চয় ও বিনিয়োগের একমাত্র ঝুঁকিমুক্ত উপায় এবং অত্যন্ত টেকসই একটি পদ্ধতি। এই ধরনের সঞ্চয় ও বিনিয়োগ পুরোপুরি নিরাপদ, লাভজনক এবং শরীয়াহ-সম্মত। কারণ বাংলাদেশ-সহ সারা বিশ্বেই সোনার বাজার মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

সোনার গহনা তৈরি করে রাখাসহ স্বর্ণে বিনিয়োগ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। কিন্তু সোনার গহনা বিক্রি করে সব সময় সর্বোচ্চ দাম পাওয়া যায় না, কারণ গহনার নকশা এবং সোনার গুণমানের কারণে গহনার দামের তারতম্য হয়ে থাকে।

সেদিক থেকে এই বার বিক্রির ক্ষেত্রে ক্রেতারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না।

কল্পন এস হোসাইন ও সাকিব আল হাসান দু’জনেই আশা করেন, এই পণ্যগুলো সাধারণ মানুষের জন্য স্বর্ণে বিনিয়োগ করা আরও সহজ করবে।

কিউরিয়াস লাইফস্টাইলের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিশ্বজিৎ রায় সুইজারল্যান্ডে তৈরি ২৪ ক্যারেটের এই স্বর্ণবার বাজারে ছাড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখন এর চূড়ান্ত অনুমোদন দেয়নি।

 

newsbangla24

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ