শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাট জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত

গোলাম রব্বানী- জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আব্দুস সবুর আলী,

(সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি,  সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার নানামুখী সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে শতাধিক স্টেক হোল্ডার অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ