স্টাফ রিপোর্টার: রাজধানীতে গত দুই মাসে ৬৮ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে অন্তত ১০টি। পুলিশের তথ্যমতে ঢাকার প্রায় দেড়শোটি স্থানে নিয়মিত ছিনতাই চলমান রয়েছে।
পুলিশ বলছে, বাজার দখল, মাদক বেচাকেনা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে অপরাধীদের হাতে খুনের শিকার হয় মানুষ। বিশেষ করে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় জমি দখল ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই।
পুলিশের তথ্যমতে, ঢাকায় ছিনতাই ও ডাকাতের অন্তত ৬২০০ জন সক্রিয় সদস্য রয়েছে। যারা নিয়মিত রাজধানীর বিভিন্ন স্পটে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। দিনদিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।
র্যাবের মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, সারাদেশেই অপরাধ সংগঠিত হচ্ছে এবং দেশের প্রতিটা থানায় এ বিষয়ে বলা হয়েছে। বিশেষ করে আন্দোলন পরবর্তী সময়ে থানাগুলোতে পুলিশ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। পুলিশ স্বাভাবিক কার্যক্রমে ফিরলেই আইনশৃঙ্খলা পুরোপুরি ঠিক হয়ে যাবে।
রাজধানীতে গত দুই মাসে ৬৮ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে অন্তত ১০টি। পুলিশের তথ্যমতে ঢাকার প্রায় দেড়শোটি স্থানে নিয়মিত ছিনতাই চলমান রয়েছে।
পুলিশ বলছে, বাজার দখল, মাদক বেচাকেনা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে অপরাধীদের হাতে খুনের শিকার হয় মানুষ। বিশেষ করে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় জমি দখল ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই।
পুলিশের তথ্যমতে, ঢাকায় ছিনতাই ও ডাকাতের অন্তত ৬২০০ জন সক্রিয় সদস্য রয়েছে। যারা নিয়মিত রাজধানীর বিভিন্ন স্পটে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। দিনদিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।
র্যাবের মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, সারাদেশেই অপরাধ সংগঠিত হচ্ছে এবং দেশের প্রতিটা থানায় এ বিষয়ে বলা হয়েছে। বিশেষ করে আন্দোলন পরবর্তী সময়ে থানাগুলোতে পুলিশ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। পুলিশ স্বাভাবিক কার্যক্রমে ফিরলেই আইনশৃঙ্খলা পুরোপুরি ঠিক হয়ে যাবে।