রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও ৪টি ইউনিট।

ঢাকা শহরের অন্যতম বড় বস্তি এই কড়াইল। যেখানে আগুনের ঘটনার পরপরই পাঁচটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে যানজটের কারণে কিছু ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

উল্লেখ্য, কড়াইল বস্তি গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে গড়ে ওঠে। বর্তমানে প্রায় তিন লাখ মানুষের বসবাসস্থল। এটি দেশের অন্যতম বৃহৎ বস্তি এবং এখানে বসবাসকারী মানুষদের জন্য এ ধরনের অগ্নিকাণ্ড একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ