শাহবাগে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাহবাগে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ‘সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি’ শুরু হয়। এতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

আয়োজকদের মতে, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় তারা এই কর্মসূচি নিয়েছেন। শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে ধর্ষকের শাস্তি জনসমক্ষে কার্যকর করা, দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা, ধর্ষণের ঘটনায় সালিসি নিষিদ্ধ করা এবং প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য হলো রাষ্ট্রকে কঠোর বার্তা দেওয়া এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। আন্দোলনকারীরা দাবি করেছেন, চলমান ধর্ষণ মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত।

এই অবস্থান কর্মসূচি আজ ইফতারের আগপর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

4o

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ