স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ মোট ৯ দফা দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে। তবে শাহবাগ পার হওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ
  • দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন
  • সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব নিপীড়নের বিচার
  • ধর্ষণ ও নিপীড়নবিরোধী আইনগুলোর যৌক্তিক সংস্কার
  • কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়ন প্রতিরোধে আইন করে কার্যকর সেল গঠন

পদযাত্রায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ