সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাক্ষ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১২ নভেম্বর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে মির্জা আব্বাসের জবানবন্দি রেকর্ড করেন বিচারক মঞ্জুরুল ইমাম। তবে তার সাক্ষ্য হয়েছে আংশিক। তাই ১৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শফিউল আলম রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয় ২০০৮ সালের ১৬ জুন।
জানা যায়, ৩১ অক্টোবর মামলাটি সাফাই সাক্ষ্যের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওইদিন মির্জা আব্বাস আদালতে হাজির হননি। এ ঘটনায় আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এরপর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।