স্টাফ রিপোর্টার: অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন তিনি। আবেদন মঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে এই মামলা করা হয়েছিলো।
আরো পড়ুন: ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ টবি ক্যাডম্যানের
জামিনের পর সাংবাদিকদের শফিক রেহমান বলেন, আজকে আদালত নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। এটাই অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এসময় তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সময় ও কাজ করার সুযোগ দেয়ার আহ্বানও জানান। পাশাপাশি তারেক রহমানসহ সব রাজনীতিকদের এক ঘোষণায় মুক্তির দাবি জানান।