স্টাফ রিপোর্টার \জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করে প্রোপাগান্ডা প্রচার করার অভিযোগে গ্রেফতার আসামি মো. সালাউদ্দিনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজামুদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তথ্য বিকৃত করে প্রচার করাসহ বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ। ঐ ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়।
এরপর ১৪ আগস্ট চকবাজারের হোসনী দালান রোডের বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তা থেকে সালাউদ্দিন নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করা ফেসবুক আইডি লগইন অবস্থায় একটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।