Search
Close this search box.
আমিনবাজারে নকল জুস কারখানায় র‌্যাবের অভিযান

বিপুল পরিমান নকল জুস জব্দ, সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার \ রাজধানীর গাবতলীর আমিনবাজার এলাকায় ‘ফ্রুটি’নামক  নকল জুস প্রস্তুতকারী শাপলা ফুডস অ্যান্ড ব্যাভারেজ নামে একটি কারখানায় অভিযান পরিচালান করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব-৩)।

সোমবার র‌্যাব -৩ এর একটি আভিযানিক দল এই অভিযান শুরু করে ।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশাল এই কারখানা দুইটি  সম্পূর্ণ অনুমোদন বিহীন। এই কারখানা পরিচালনায় মালিকের কোনো প্রকার লাইসেন্স পাওয়া যায় নি। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো- তাহসান ফুড এন্ড ব্যাভারেজ/ শাপলা ফুডস্ এবং তাজমহল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী।

কারখানা দুটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় দেখঅ যায় সেখানে,  অস্বাস্থ্যকরভাবে ভেজাল জুস, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয় করা হচ্ছে। এই অপরাধে তাহসান ফুড এন্ড ব্যাভারেজ/ শাপলা ফুডস্ নামক প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন মন্ডল (২৬) এক লক্ষ টাকা ও তার সহযোগী মোঃ আমজাদ (৭০) কে এক লক্ষ টাকা  এবং মোঃ মেহেদী হাসান (২৮) কে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অপর একটি প্রতিষ্ঠান তাজমহল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর ম্যানেজার মোঃ ফোরকান উদ্দিন (২১) কে  পঁচিশ হাজার টাকা  এবং মজিবুর রহমান (৫৬) কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় প্রতিষ্ঠান দুইটি থেকে বিপুল পরিমান ভেজাল জুস, বিস্কুট ও কেক জব্দ করা হয়েছে। এছাড়াও তাহসান ফুড এন্ড ব্যাভারেজ/ শাপলা ফুডস্ প্রতিষ্ঠানটি নকল ফ্রুটি নামক জুস উৎপাদন করে যা শিশুসহ মানুষের শরীরের জন্য ব্যাপক হুমকি স্বরুপ।

উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠানগুলো ভেজাল জুসের কালার, বিভিন্ন প্রকার ভেজাল ফ্লেবার এবং ভেজাল কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে ভেজাল জুস, বিস্কুট ও কেক প্রস্তুত করে, যা শিশুসহ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ