Search
Close this search box.

অনলাইনে ইট বালু সহ বিল্ডিং ম্যাটেরিয়াল বিক্রির নামে প্রতারণা

স্টাফ রিপোর্টার \ অনলাইনে চটকদার বিজ্ঞাপন এর মাধ্যমে বিল্ডিং তৈরির যাবতীয় মালামাল বিক্রির নামে প্রতারণাকারী একজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ ইউনিট।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডির মিডিয়া উইং থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন এর মাধ্যমে বিভিন্ন প্রকার বিল্ডিং নির্মাণ সামগ্রী বিক্রয়ের নাম করে ফেসবুক পেইজ এর মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আতসাৎ করছে এরকম একাধিক অভিযোগ সিআইডির সাইবার পুলিশের নজরে আসে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতারক চক্রের প্রতারণার তথ্য প্রকাশিত হয়।  অভিযোগের প্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে WL Buildings Materials Limited নামেফেসবুক পেইজ খুলে সুলভ মূল্যে বিভিন্ন প্রকার বিল্ডিং ম্যাটেরিয়াল/ নির্মাণ সামগ্রী বিক্রয়ের জন্য চটকদার ছবি ও বিজ্ঞাপন প্রচার করা হয়।

অনলাইনে এসব চটকদার ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার বিল্ডিং ম্যাটেরিয়াল/ নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য অর্ডার দিতে হলে অগ্রীম অর্থ পরিশোধ করতে হয় কাস্টমারদের। কাস্টমারদের কাছ থেকে বিল্ডিং ম্যাটেরিয়াল/ নির্মাণ সামগ্রী বিক্রয়ের নাম করে অগ্রীম টাকা নিয়ে কোন প্রকার মালামাল ডেলিভারী না করে কাস্টমারদের মোবাইল নাম্বার ও ফেসুবক আইডিগুলো ব্লক করে রাখতো, যাতে কাস্টমাররা তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করতে পারে। এভাবে প্রতারক চক্র কাস্টমারদের সাথে প্রতারণা করে প্রায় ০১ কোটি টাকা আত্মসাৎ করে।

প্রতারিত ব্যক্তিদের অভিযোগ পাওয়ার পর সিআইডির সাইবার পুলিশ সেন্টার প্রতারক চক্রকে গ্রেফতার করার জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করে। পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণের পর প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হয় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস টিম। WL Buildings Materials Limited নামক ফেসবুক পেইজটি পরিচালনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সকালে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার সদর থানার বিদ্যাগঞ্জ বাজার থেকে প্রতারক আজহারুল ইসলাম ওরফে লিখন (২৪) কে গ্রেফতার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি জানায়, গ্রেফতারকৃত আজহারুল ইসলাম (২৪) WL Buildings Materials Limited এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতারনার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য বিগত ২০২০ সালে ওই ফেসবুক পেইজ খুলে সে। ওই পেইজ এর সাহায্যে অধিক সংখ্যক কাস্টমারদেরকে প্রতারিত করার মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের জন্য টাকার বিনিময়ে ফেসবুক পেইজটি বুস্ট করতো।

বিভিন্ন প্রকার বিল্ডিং ম্যাটেরিয়াল/ নির্মাণ সামগ্রী বিক্রয়ের নাম করে প্রতারণা করার জন্য পরবর্তীতে WL Auto Bricks, WL Ceramic Brick, WL Brick Consultancy ইত্যাদি নামে আরো ০৩ টি ফেসবুক পেইজ খুলে প্রতারক আজহারুল ইসলাম ওরফে লিখন ।

সিআইডি জানায়, আসামী আজহারুল ইসলাম এর বিভিন্ন ব্যাংক একাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একাউন্টে গত দুই বছরে প্রায় ১ কোটি টাকারও বেশি লেনদেন এর তথ্য পাওয়া যায়।  তার নিকট থেকে ২টি মোবাইল ফোন, ব্যাংক এশিয়ার ৩টি চেক বই, ১টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমা রশিদ ও কোম্পানীর মানি রিসিট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির পল্টন থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ