Search
Close this search box.

দুর্গাপূজায় সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করবে নৌ পুলিশ

স্টাফ রির্পোটার- বাংলাদেশ “নৌ পুলিশ” হেডকোয়াটার্স এ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো:শফিকুল ইসলাম ।

অতিরিক্ত আইজি বলেন, সারাদেশে পুলিশের অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌ পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করবে। প্রতিমা বিসর্জনের দিন নৌ পুলিশের টহল জোরদার করা হবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে নৌ পুলিশ পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে সেচ্ছাসেবক দের সহায়তায় এক সাথে কাজ করবে।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, মহানগর সার্বজনীন পূজা  কমিটির সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ সভাপতি, ৩৬নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর, , বিসর্জন ঘাট কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, মহানগর পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ, মহানগর পূজা পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহ নৌ পুলিশের সকল পর্যায়ের  উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।  এছাড়াও ঢাকার বাইরের নৌ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। 

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা  পূর্ববর্তি,পুজাকালিন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এসময় নৌ পুলিশ প্রধান উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তার বক্তব্যে জানান,”নৌ পুলিশ এর অধিক্ষেত্রে নদী কেন্দ্রিক ৭৭ টি  গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২ টি পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একটি সুন্দর ও নিরাপদ পুজা উদযাপনে নৌ পুলিশ সবসময় পাশে থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ