Search
Close this search box.

জাল সনদ ও সনদ তৈরীর সরঞ্জামসহ ১ জন গ্রেফতার

স্টাফ রির্পোটার- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহমান (৩৪) । এসময় তার কাছ থেকে ১টি ভূয়া এসএসসি সার্টিফিকেট, ৩টি ভূয়া জন্ম সনদ, ১টি ভূয়া এন আই ডি কার্ড, ১টি কম্পিউটার হার্ডডিক্স, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস ও ৫টি পাওয়ার ক্যাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন যাবত সে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল । তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ