Search
Close this search box.

মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার-দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন করার পাশাপাশি নৌ পুলিশ নৌ পথে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে  বাংলাদেশ  সরকার গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরন, ক্রয়  বিক্রয়,মজুত,পরিবহন  ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের ১২২টি থানা ফাঁড়ির পুলিশ সদস্যরা  পদ্মা, মেঘনা,ডাকাতিয়া,বিষখালী,পায়রা, কচা,পশুর, রূপসা,বলেশ্বর,হাতিয়া চ্যানেলসহ মা ইলিশ বিচরণের উল্লেখযোগ্য  নদী ও সমুদ্র উপকূলে  অভিযান পরিচালনা করছে। গত ১২দিনের এই অভিযানে নৌ পুলিশ নৌপথে অবৈধভাবে মৎস্য শিকারের জন্য ব্যবহৃত মোট ৬১কোটি ৪৭লক্ষ ১৬হাজার ৭শত ৮৭মিটার জাল, ২৭হাজার ২শত২৬কেজি মাছ, ১৮৬টি মামলা, ২৯৬টি মোবাইল কোর্ট ও ১,৮৭৬জন আসামী আটক করে।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌ পুলিশের এ অভিযান  চলমান রয়েছে এবং আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ