স্টাফ রিপোর্টার- মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাহাদুর সর্দারকে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ২ টি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী বাহাদুর সর্দার দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।
র্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মোঃ বাহাদুর সর্দার কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর হেফাজত থেকে ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক জানান, বাহাদুর সর্দার তার ভাইয়ের মাধ্যমে ২০১৭ সাল থেকে মাদক ব্যবসা শুরু করে। তার ভাই বর্তমানে জেলে রয়েছে। অধিক লাভের আশায় তারা মাদক ব্যবসা করত। সে ২৫ টি মাদকের চালান পার্শ্ববর্তী দেশ হতে নিয়ে আসে। তার নামে ৭ টি মাদক মামলা রয়েছে। সে ২০১৮ সালে ১০০০ বোতল ফেন্সিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা হয় । মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। উক্ত মামলায় রায়ে তার যাবজ্জীবন কারাদন্ড হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুন্ডি এবং জামালপুর সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ফেন্সিডিলের চালান নিয়ে আসত। গভীর রাতে উক্ত চালানের লেনদেন করত। তারপর ফেন্সিডিলের বস্তা রাস্তার পার্শ্বে পুকুরে বা ডোবায় ডুবিয়ে রাখত। সুযোগ বুঝে বিভিন্ন পরিবহনের মাধ্যম দেশের বিভিন্ন প্রান্তে মাদকের চালান পৌঁছে দিত। সীমান্ত এলাকা হতে ৫/৬ বস্তা করে চালান নিয়ে আসত। তারপর উক্ত চালান ডিলারের চাহিদামত বিক্রয় করত। বিদেশী ডিলারকে ৩০০-৩৫০ টাকা প্রতি বোতলের মূল্য দিত এবং বাংলাদেশে ৮০০-১০০০ টাকায় প্রতি বোতল ফেন্সিডিল বিক্রয় করত।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।