Search
Close this search box.

ধুম সিনেমা দেখে চুরির কৌশল রপ্ত করে শতাধিক চুরি

স্টাফ রিপোর্টার- ভিন্নধর্মী কৌশল ব্যবহার করে গ্রেফতার এড়ানো এবং বিপুল পরিমান চোরাই মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশ ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তল্লাবাগ থেকে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো- রাজু হাসান ওরফে মেহেদী হাসান রাজু ওরফে আফসার হোসেন তুহিন (৩১) ও  ফজলুল করিম দিপু (২০)।

এ সময় তাদের কাছ থেকে ১ টি স্বর্ণের নেকলেস ( ২ ভরি ৫ আনা), ৯ টি স্বর্ণের আংটি (১ ভরি ১৪ আনা), ২টি স্বর্ণের ব্রেসলেট ( ১ ভরি ৬ আনা), ৩ টি স্বর্ণের কানের দুল (৮ আনা), লকেটসহ ১টি স্বর্ণের চেইন ( ৪ আনা) সর্বমোট ৬ ভরি ৫ আনার স্বর্ণ , ভারত, সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন মূল্যমানের ৩৯ টি বিদেশী মূদ্রা, নগদ ৭৮,৫০০ টাকা ও ১ টি নীল রঙ এর রেজিস্ট্রেশনবিহীন এনএস পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃত রাজু  ২০১১ সাল থেকে চুরির সাথে জড়িত। সে শুধুমাত্র ঢাকা মহানগরে নয়, দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় সংঘটিত প্রায় শতাধিক চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। জিজ্ঞাসাবাদে সে তার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় ১৮ টি মামলা থাকার কথা জানিয়েছে।

ডিসি জানান, ডিএমপির ক্রাইম ডাটা ম্যানেজমেন্টে তার নামে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, কাফরুল ও শাহজাহানপুর থানায় ছিনতাই, সিঁধেল চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ অন্তত ৭ টি মামলার তথ্য পাওয়া গেছে।

আজিমুল হক বলেন, উদ্ধারকৃত চোরাই মালামালের উৎস সম্পর্কে সে জানিয়েছে, কক্সবাজার জেলা সদরের একটি বাসা থেকে সম্প্রতি মালামালগুলো চুরি করে নিয়ে আসে। পর্যটকের বেশে কক্সবাজার গিয়ে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিও কর্মকর্তাদের গতিবিধি লক্ষ্য করে সুবিধাজনক সময়ে সে চুরি করে থাকে। এ সময় পর্যটকবেশে তার সহযোগীরা বাইরে পাহারা দেয়।

জিজ্ঞাসাবাদে সে আরও জানিয়েছে ভারতীয় সিনেমা  ধুম দেখে সে চুরির বিভিন্ন কৌশলের সম্ভাব্যতা নিয়ে ভাবে এবংকৌশল রপ্ত করে। বিভিন্ন বাসায় নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাকে ধোঁকা দেয়ার জন্য সে মাসখানেক চুল-দাড়ি বড় করে, তারপর টার্গেট অনুযায়ী চুরি সংঘটিত করে। চুরি সংঘটনের পর পরই সে নিকটস্থ সেলুনে যেয়ে ক্লিন শেইভ করে ও চুলের স্টাইল পরিবর্তন করে। এরপর মালামাল সহ বিলাসবহুল বাস সার্ভিসে এলাকা ত্যাগ করে।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, গ্রেফতারকৃতদের বক্তব্যের সত্যতা পাওয়া যায়। কিছুদিন আগে সংঘটিত এ ধরণের একটি চুরির মামলা নিয়ে কক্সবাজার জেলা পুলিশ তদন্ত করছে। গ্রেফতারকৃত রাজু বিভিন্ন সময়ে ধন্যাঢ্য ব্যক্তিদের ড্রাইভার হিসেবে কাজ করেছে। গ্রেফতারকৃত অপর আসামী দিপু একটি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরি করছে। তারা উভয়েই শরীয়তপুর জেলার বাসিন্দা।

ডিসি জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারের এক বাসায় চুরির ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে চুরি যাওয়া অর্থসহ গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

উপ-পুলিশ কমিশনার আজিমুল হক জানিয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে গৃহকর্মী সেলীনা খাতুন (২২) কে নগদ ১,৭০,০০০ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি পশ্চিম রাজাবাজারে বসবাসরত উচ্চ- মধ্যবিত্ত এক কর্মজীবীর বাসায় প্রায় আট মাস কাজ করার সুবাদে বিভিন্ন সময়ে বাসা থেকে প্রায় ৬,২০,০০০ টাকা সমপরিমানের অর্থ ও স্বর্ণালংকার চুরি করে সেলীনা। বাসার মালিক বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করলে শেরেবাংলা নগর থানার তদন্তে নামে।

উল্লিখিত দুটি মামলা বর্তমানে তদন্তাধীন এবং তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র প্রদানে কাজ চলমান রয়েছে বলে জানান পুলিশের এই উর্ধতন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ