Search
Close this search box.

বাইশ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার- শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে বাংলাদেশে আসা প্রায় ২২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় ভোলার মেঘনা নদী থেকে জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টায় ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলার  স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি  সংকেত অমান্য করে না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরর্বতীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটির গতিরোধ করার জন্য ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এসময়পাচারকারীরা বোটটিকে নদীর চরের ভিরিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এফ বি আবিদ নামক বোটটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, ১৬৬ পিস থ্রী পিস ও ৬৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত পন্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১,৯০,৭৫,০০০/-( একুশ কোটি নব্বই লক্ষ পঁচাত্তর হাজার মাত্র)।

জব্দকৃত মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ