স্টাফ রিপোর্টার- প্রায় ৯ বছর আগে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. বাবু কাজী সুমন (৩৫)।
সোমবার (৬ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়া থানাধীন ঢাকদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এটিইউর পুলিশ সুপার মিডিয়া (অ্যান্ড অ্যাওয়ারনেস উইং ) মোহাম্মদ আসলাম খান।
তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনের টাকা ফেরত চাওয়ার জেরে মো. হালিম (২৮) নামের এক ব্যক্তিকে হত্যা করে মরদেহ গুম করা হয়। ২০১৪ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুরে একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ হালিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত হালিমের ভাই মো. শামীম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।
এরপর গ্রেফতারকৃত আসামি বাবু কাজী সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।