Search
Close this search box.

রোহিঙ্গা ক্যাম্পে একরাতে ৩ খুন

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে পৃথক ঘটনায় তিন রোহিঙ্গা খুন হয়েছেন। আহত হয়েছেন দুইজন। ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বর ক্যাম্পে পৃথক এই হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১৫ নম্বর ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭) ও ১৭ নম্বর ক্যাম্পের কাশিম (৩৪)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি৩ ও ব্লক৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়, এতে ২ জন নিহত হয় ও ২ গুরুতর আহত হন।

পৃথক আরেকটি ঘটনা ঘটে ১৭ নং ক্যাম্পে। কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। তাকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি শামীম।

এদিকে এ নিয়ে এক দিনে ৪ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল আশ্রয় শিবিরে। এর আগে, একইদিন বিকেলে ৪ নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ