Search
Close this search box.

এক যাত্রীর কাছেই মিলল ৪ কোটি টাকার স্বর্ণের বার!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে নিয়ে আসা ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন শেষ করার পর ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।সংশ্লিষ্টরা বলছেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ