Search
Close this search box.

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণা, অতপর ধরা

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলি।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতের নাম মো. জুটন মিয়া। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আ. রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আ. রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান সনাক্ত করে গতকাল বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারর করা হয়।

গ্রেফতারকৃত জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ