সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বোতল নিক্ষেপ ঘটনায়

জবি শিক্ষার্থী আটক, ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনকারীদের

জবি শিক্ষার্থীর আটক, ঘেরাওয়ের হুঁশিয়ারি-pothe-prantore-sami-uddin-sakin “বোতল নিক্ষেপের অভিযোগে জবি শিক্ষার্থী আটক, প্রতিবাদে কাকরাইলে অবস্থান ও ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি জানাচ্ছেন শিক্ষার্থীরা।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছোড়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ডিবি হেফাজতে নেওয়ার প্রেক্ষিতে তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত জবি শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা এই হুঁশিয়ারি দেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগানে প্রতিবাদ জানান, যেমন— ‘আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে’, ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’।

জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, “আমাদের ছোট ভাই ইসতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে গেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি— ওর কোনো ক্ষতি হলে ডিবি অফিস ঘেরাও করা হবে। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, “ইসতিয়াকের যদি কোনো ক্ষতি হয়, আমরা জবির শিক্ষার্থীরা তা মেনে নেব না। একটি পানির বোতলের বিপরীতে যদি রাষ্ট্র টিয়ারশেল, গুলি কিংবা রক্তপাত ঘটায়— তাহলে তা হবে চরম অন্যায়।”

প্রসঙ্গত, গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে যখন তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়। সেটি তার মাথায় লাগে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জবি শিক্ষার্থী ইসতিয়াককে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন—

  1. আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাবৃত্তির ব্যবস্থা;

  2. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন;

  3. দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পকে পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন;

  4. শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ