স্টাফ রিপোর্টার : নারী প্রকৌশলীরাই উন্নয়নের অন্যতম রোল মডেল। যদিও উচ্চ শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের হার কম কিন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে দিন যতই যাচ্ছে প্রকৌশল বিদ্যায় নারীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সকল সেক্টরের মতো পুরুষের পাশাপাশি নারী প্রকৌশলীরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সুযোগ গুলো বৃদ্ধি পেলে প্রকৌশল বিদ্যায় নারীর অংশগ্রহণ কয়েকগুণ বেড়ে যাবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দশটি উদ্যোগের মধ্যে অন্যতম উদ্যোগ হলো নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরন। প্রকৌশলে নারীর ক্ষমতায়ন তুলনামূলক ভাবে বেশি। এই ধারা অব্যহত থাকলে সামনে এর সুফল বাংলাদেশ ভোগ করবে বলে ধারণা করা যায়৷ দেশ এগিয়ে যাচ্ছে তারপরও নারীদের প্রতিবন্ধকতা রয়েই গেছে। এখনো পারিবারিক ভাবে প্রকৌশল বিদ্যায় নারীদের আসা বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পারিবারিক সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। প্রকৌশলসহ সকল সেক্টরে নারীর যথাযথ মূল্যায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস উপলক্ষে দ্য ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে ”৩য় বাংলাদেশ নারী প্রকৌশলী সম্মেলন’ অনুষ্ঠানে অতিথিরা এইসব কথা বলেন৷
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ নুরুল হুদা, প্রেসিডেন্ট, আইইবি গেস্ট অব অনার প্রকৌশলী বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবদুস সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক) , আইইবি, প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি এবং অধ্যাপক প্রকৌশলী সেলিয়া শাহনাজ, প্রধান, নারী প্রকৌশলী কমিটি, আইইইই আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী রওসান আরা খানম, প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, প্রকৌশলী মৌসুমি সালমিন এবং কালচারাল দায়িত্বের ছিলেন সোনিয়া নওরীনসহ বিভিন্ন দপ্তরের সিনিয়র নারী প্রকৌশলীগন।
স্বাগত বক্তব্য প্রদান করেছেন, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ), আইইবি এবং আহবায়ক দ্য ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন। প্রকৌশলী ঝরা ভৌমিকের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, সদস্য, কোম্পানি এফেয়ার্স, পিডিবি।