বিনোদন রিপোর্টার : ‘হাওয়া’ সিনেমা নিয়ে মহা কষ্টে আছেন চঞ্চল চৌধুরী। পরিবারের সদস্যদের সিনেমাটির একটি টিকিটও না দিতে পারার কষ্টে ভুগছেন তিনি। এক স্ট্যাটাসে এ কথা জানান চঞ্চল।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে টিকিট না পাওয়ার কষ্টের কথা জানান চঞ্চল চৌধুরী। এদিন তিনি ‘হাওয়া সিনেমার টিকিট না পাওয়ার খবর প্রকাশ হচ্ছে’-এমনটা উল্লেখ করে স্ট্যাটাসে লিখেন, ‘এখন পর্যন্ত নিজের পরিবার পরিজনের হাতেও একটা টিকিট তুলে দিতে পারিনি! হায়রে “হাওয়া…”!’ চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, ‘এবার সবার সঙ্গে আমার সম্পর্ক নষ্টের মূল কারণ হবে “হাওয়া”। এ কষ্ট আমি কোথায় রাখি।’
‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার। মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির আগেই ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। এতে জাত অভিনেতা চঞ্চল চৌধুরীও রয়েছেন। ফলে দর্শকদের আগ্রহেরও কমতি নেই। আর সিনেমাপ্রেমীদের আগ্রহে থাকা এই সিনেমাটি দেশের ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ জুলাই।
এর আগে সিনেমার ট্রেলার মুক্তি পায়। ট্রেলারে দেখা যায়, কয়েকজন মাঝি একজন রহস্যময় নারীকে জিজ্ঞাসাবাদ করছেন। মাঝ সমুদ্রে আটকে পড়া আট মাঝি ও জেলে নৌকায় হাজির হওয়া রহস্যময় এক বেদেনী নারীকে কেন্দ্র করেই এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। এমন গল্পের সিনেমাটি মুক্তির আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়, হাওয়া সিনেমার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সিনেমা হলগুলোয় প্রথম তিনদিনের টিকিট বিক্রিও শেষ হয়েছে বলে জানা যায়। এমন খবরে অবশ্য সিনেমা সংশ্লিষ্টরা খুশি। সাম্প্রতিক সময়ে করোনার তাণ্ডব কাটিয়ে দর্শকরা হলমুখি হওয়ায় সিনে ইন্ডাস্ট্রিতে সুবাতাস বইছে। কিন্তু চঞ্চল যে পরিবারের সদস্যদের টিকেট দিতে পারছেন না, এ নিয়ে কষ্টে পুড়ছেন। ‘হাওয়া’ সিনেমা নিয়ে এত আলোচনায় যদি আনন্দে থাকেন চঞ্চল, তাহলে টিকেট কান্ডে আছেন কষ্টে!