সব্যসাচী দাশ ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতায় আছেন। নিজের প্রথম সিনেমা ‘শর্টকাট’এর প্রমোশনের জন্য।
আগামী ১৬ সেপ্টেম্বর ‘শর্টকাট’ মুক্তি পাবে। নিজের অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন, বিয়ে, সংসার, সন্তান এবং আগামী দিনের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন পশ্চিম বাংলার প্রভাবশালী এক গণমাধমের সঙ্গে সেখানে আলাপচারিতা উঠে এসেছে এসব বিষয়।
প্রথমে চলচ্চিত্র ‘শর্টকাট’ প্রসঙ্গ, বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্ব। সেই সমস্যা কে কেন্দ্র এই ছবির গল্প। ‘শর্টকাট’ এর গল্প লিখেছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। পরিচালনায় সুবীর মণ্ডল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী।
কেন ‘শর্টকার্ট’ এর মতো ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নে অপু জানান, আমি বহু বাণিজ্যিক ছবি করেছি। এখনও করে চলেছি। তবে এই ছবিটার জন্য নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে আমাকে। তাই এই সিদ্ধান্ত। ক্যারিয়ার শুরুর প্রায় ১৫ বছর পর কেন এ পার বাংলায়, আরও আগে কেন আপনাকে এখানকার ছবিতে দেখা গেল না? উত্তরে নিজের বিবাহিত জীবন এবং সন্তান জয়ের প্রসঙ্গে অপু জানান ‘ছেলে হওয়ার পর অনেকটা মোটা হয়ে গিয়েছিলাম। সেই জন্যও কিছু দিনের বিরতি নিতে হয়েছিল। আর সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। এরপর তার কাছে জানতে চাওয়া হয় জীবনে কোন ঘটনা না ঘটলে খুশি হতেন? জবাবে তিনি বলেন, অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা।
এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হত। আর কোন ঘটনায় খুশি? এবার অপু বলেছেন, মা হয়েছি। ভুল করে হলেও…।
বাংলাদেশে অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটি যেমন আলোচিত ছিল তেমনি তাদের নিভৃতে বিয়ে সন্তান জন্মদান এবং বিচ্ছেদ আলোচিত ঘটনা। এত কিছুর পরও চিত্র নায়িকা অপু বিশ্বাস সব সময় উঠে দাঁড়াতে চেষ্টা করে যাচ্ছেন।