Search
Close this search box.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়েই কী সালমান খানের ‘বিইং হিউম্যান’ ঢাকায়?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়েই কী সালমান খানের ‘বিইং হিউম্যান’ ঢাকায়?

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরে গিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে আসেন। এরপরই ভারতের বিখ্যাত তারকা অভিনেতা, বলিউড সুপারস্টার সালমান খান তার পোশাকের বিখ্যাত ব্র্যান্ড ‘বিইং হিউম্যানে’র আউটলেট ঢাকার বনানীতে চালু করার ঘোষনা দেন। সবার মনে তাতে একটি প্রশ্নই উকিঝুকি দিচ্ছে। তাহলে কী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়েই সালমান খানের ‘বিইং হিউম্যান’ ঢাকায় আসছে?

প্রধানমন্ত্রী ভারতে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের সেরা ঠিকানা। যে কেউ নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন। এরপর সালমান খানের ব্র্যান্ডই প্রথম বিনিয়োগ শুরু করে দিচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়েই কী সালমান খানের ‘বিইং হিউম্যান’ ঢাকায়?
বলিউড সুপারস্টার সালমান খান – ছবি : সংগৃহীত

 

 

বঙ্গবন্ধু-কন্যার আহ্বানের পরই রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে বলিউড সুপারস্টারের পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর একটি আউটলেট চালু হচ্ছে। ফেসবুক হ্যান্ডেলে এই তথ্য সুনিশ্চিত করেন সালমান স্বয়ং। একটি মেসেজ শেয়ার করে অভিনেতা ফেসবুকে লেখেন, ‘হাই বাংলাদেশ! তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। বাংলাদেশেও ‘বিইং হিউম্যান’ ক্লোথিং চালু হচ্ছে।’

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীর এইচ ব্লকে এই স্টোর চালু হয়। তবে এই প্রথমবার ভারতের বাইরে ‘বিইং হিউম্যান’-এর পা রাখা তা নয়। এর আগে বিশ্বের ১৫টি দেশে একাধিক আউটলেট চালু করেছে সালমান খানের এই সংস্থা। ভাইজানের জনপ্রিয়তার পাশাপাশি তার এই পোশাক ব্র্যান্ডটিও বিপুল জনপ্রিয়। ২০১২ সালে সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর যাত্রা শুরু হয়েছিল। সে সময় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন অভিনেতা। এই ব্যান্ডের পোশাক বিক্রি করে সালমান যা আয় করেন, তার বেশিরভাগই খরচ করেন দুঃস্থ শিশুদের শিক্ষার ক্ষেত্রে। সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর জন্য আয়োজিত র‌্যাম্প শো’তে অংশ নিতে দেখা গেছে একাধিক বলিউড সুন্দরীকে। এই শোগুলো থেকে উপার্জিত যাবতীয় অর্থ খরচ করা হতো দুঃস্থদের জন্য। সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার খরচ চালান সালমান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ